পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাসের হার বেড়েছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাহাড়ের তিন জেলাতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার বেড়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী বান্দরবান জেলায় পাসের হার ৭২.৭০ শতাংশ, রাঙ্গমাটি জেলায় ৭২.৭২ শতাংশ এবং খাগড়াছড়ি জেলায় ৭২.২৫ শতাংশ। এই তিন জেলায় গত বছর পাসের হার ছিল যথাক্রমে ৭০.৩০, ৬৭.৯২ ও ৬৮.৩৭ শতাংশ।
রেবাবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে সবসময় তিন পার্বত্য জেলায় পাসের হার কম থাকে। এবার তিন জেলায় পাসের হার বেড়েছে। এছাড়া এবার কক্সবাজার জেলার ৮৩.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর ওই জেলায় পাসের হার ছিল ৭৭.২৫ শতাংশ।’