পাহাড়তলীতে বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও উঠোন বৈঠক
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া এলাকায় ৪৯তম বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও উঠোন বৈঠক সম্পন্ন হয়েছে। এসময় বক্তারা বলেন পুলিশ-জনতার যৌথ চেষ্টায় নির্মূল হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজ।
ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া প্রকাশ আলম হোসেনকে ১ হাজার ৫শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করায় এলাকাবাসী পুলিশের ভূয়সী প্রশংসা করে। অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে আলি আজম সড়কের নোয়াপাড়ায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহ।
বিটের সদস্য সচিব রিয়াজুল ইসলাম ভুট্টোর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই নিপু, এসআই মনির, এসআই হারেস কুসুম, মোজাফফর আহমদ মাসুম,জাহাঙ্গীর আলম, আজম নগর সমাজের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুঁইয়া, শাহাবুদ্দিন আহমেদ জাহিদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মঞ্জুরুল, মোহাম্মদ আহসাউল্লাহ প্রমুখ।