পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল সীতাকুণ্ডের রাব্বি
দুর্ঘটনা তার দুটি হাত কেড়ে নিলেও মনোবল কেড়ে নিতে পারেনি। দারিদ্রতা আর নানা প্রতিকূলতার মধ্যেও এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমক দেখিয়েছে সীতাকুণ্ডের রফিকুল ইসলাম রাব্বি (১৬)। তার দুটি হাত না থাকলেও পা দিয়ে লিখেই এ সফলতা অর্জন করেছে সে।
এতে দারুণ উচ্ছ্বসিত তার মা-বাবা, শিক্ষক, শিক্ষিকাসহ সকলেই। রাব্বি সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকার দরিদ্র দিনমজুর বজলুর রহমানের ছেলে।
ছেলের সাফল্যে ভীষণ খুশি বজলুর রহমান। তিনি বলেন, যেদিন দুর্ঘটনাটি ঘটে সেদিন রাব্বিকে বাঁচাত পারব কিনা তাও বুঝতে পারিনি। এরপর দীর্ঘ চিকিৎসায় বাঁচলেও যখন দুটি হাত হারিয়ে যায়। তখন তার পড়াশুনার কথা তো চিন্তাও করিনি। কিন্তু আমার ছেলে স্কুলে যাবেই। অন্যরা স্কুলে যেতে থাকলে সে মন খারাপ করে থাকত। পরে মুখ দিয়ে লিখে পড়াশুনা শুরু করে। এখন পা ও মুখ দিয়ে সমানভাবে লিখতে পারে। সে জিপিএ ৫ পেয়েছে সবাই তার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারে।
রাব্বির বিদ্যালয় ভাটিয়ারী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, রাব্বির চেষ্টা ছিলো। শারীরিক প্রতিবন্ধী হলেও সে নিজেকে কখনো প্রতিবন্ধী মনে করেনি। বরং অন্যরা যা পারে সেও তাই পারবে এমনটাই ছিলো তার বিশ্বাস। আজ সে বিশ্বাসেই তার এই সফলতা। সে জিপিএ ৫ পাওয়ায় আমরাও গর্ববোধ করছি।