চট্টগ্রাম

পিতার চল্লিশার দিনে পুকুরে ডুবে মেয়ের মৃত্যু

ক্যান্সার আক্রান্ত হয়ে ঠিক ৪০ দিন আগে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের হিরা গাজী বাড়ির আজম। আজমের মৃত্যুর ৪০ দিনের মাথায় তার আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক আয়োজনে চলছিল ‘চল্লিশা’।

সবাই যখন চল্লিশা নিয়ে ব্যস্ত ঠিক তখনই তাদের চোখের আড়ালে পানিতে পড়ে চিরতরে হারিয়ে গেলো আজমের ৯ বছরের কন্যা সন্তান তাবাসসুম আলম তুমুর। তুমুরের মৃত্যুতে সঙ্গী হলো চল্লিশায় অংশ নিতে আসা আরেক শিশু ওয়াজিহা (৬)। ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সালামের বাড়ির মোঃ নাছিরের মেয়ে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বখ্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হিরাগাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ দিন আগে তাবাসসুমের বাবা আজম ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার তাদের বাড়িতে আজমের চল্লিশা চলছিল। এর মধ্যে দুপুরে তাবাসসুম ও তার আত্নীয় ওয়াজিহাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। অবশেষে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *