পিতা মাতার ভরণপোষণ না দেয়ায় ছেলে গ্রেপ্তার
পিতা-মাতার ভরণপোষণ না দেয়ায় সাতক্ষীরার তালা উপজেলার উৎপল সাহাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তালার পাটকেলঘাটা মাগুরা ইউনিয়নের দীনবন্ধু সাহা ছেলে বিরুদ্ধে ভরণপোষণ আইনে মামলা করায় শুক্রবার সন্ধ্যায় উৎপলকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুত রোড়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, উৎপল সাহা ২০২২ সালে পরকিয়া প্রেমের কারণে সাবেক স্ত্রী মৌসুমী সাহাকে আত্মহত্যায় প্ররোচিত করেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে যেতে নিজে মামলার বাদী হয়ে পিতা মাতাকে কারাগারে পাঠান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি নিজেই দখল করে নেন।
বেশকিছু দিন আগে পিতা-মাতার কাছে আবারো সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। তার দাবি না মানায় বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ বন্ধ করাসহ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে অভিযোগ দীনবন্ধু সাহার।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।