আইন-আদালতচট্টগ্রাম

পুলিশের এএসআই বিরুদ্ধে কনস্টেবলের মামলা

মারধর ও যৌতুক দাবির অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নাঈম নামে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের আদালতে নালিশি মামলাটি করেছেন স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার।

আবু নাঈম, নগরের পতেঙ্গা থানায় এএসআই হিসেবে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আবু নাঈমের সঙ্গে শিরিন আক্তারের ২০১১ সালের ২৭ মে বিয়ে হয়।

এরপর এই দম্পতির ঘরে ৬ বছরের সন্তান রয়েছে। কয়েক বছর আগে বাদীর অনুমতি না নিয়ে এক নারীকে অভিযুক্ত বিয়ে করেন। বাদী ও অভিযুক্ত দুজনেই সরকারি চাকুরিজীবী হওয়ায় বাদী এ ব্যাপারে কোনো মামলা করেননি। এ বছরের ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার সরকারি বাসায় অভিযুক্ত বাদীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় বাদীকে অভিযুক্ত মারধর করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার হোসেন। তিনি বলেন, যৌতুক দাবির অভিযোগে পুলিশের এএসআই আবু নাঈম বিরুদ্ধে স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার মামলার আবেদন করেন। আদালত শিরিন আক্তারের বক্তব্য গ্রহণ করেন। অভিযুক্ত আবু নাঈমকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *