জাতীয়

পুলিশের ওপর হামলা মামলার তিন আসামি গ্রেপ্তার

ঢাকা: পুলিশের কাজে বাঁধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গ্রেপ্তাররা হলেন মো. শাহিন (৩১), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অহিদুল গাজী (৪২) ও মো. আরমান (৩২)।

শনিবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা যাত্রাবাড়ী থানায় দায়ের করা পৃথক দুটি মামলার পলাতক আসামি। আরো পড়ুনঃ সাকিবের কলে রেললাইন মেরামত, অল্পের জন্য রক্ষা

র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তাররা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে ঢাকার ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *