কক্সবাজারচট্টগ্রাম

পেকুয়ায় নির্দেশনা অমান্য করে চিংড়ির পোনা সরবরাহ, অর্থদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় নির্দেশনা অমান্য করে পেকুয়া ও কুতুবদিয়া চ্যানেল থেকে চিংড়ি পোনা আহরণ করে সরবরাহের দায়ে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লাখ ৫ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিক ও মিনহাজ উদ্দিন।

রবিবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার মগনামা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

তিনি জানান, সাগর থেকে মাছ ধরা নিষিদ্ধের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে পেকুয়া ও কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ ও সরবরাহের সময় একটি পোনাবাহী গাড়ি আটক করা হয়। এসময় গাড়িতে থাকা ১ লাখ ৫ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়। এসব চিংড়ি আহরণ ও সরবরাহের অপরাধে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ি পোনা বাগগুজরা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার অলিউর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *