কক্সবাজার

পেকুয়ায় ৭ করাতকলে প্রশাসনের অভিযান

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধ আরও ৭ করাতকল সিলগালা করে দেয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে এ পর্যন্ত ২৫ টি করাতকল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী, মৌলভী বাজার ও রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল সীলগালা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।

অবৈধ করাতকলে অভিযানের সংবাদ পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশন (ভূমি) জানান দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়ন সহ পাহাড়ের মুল্যবান বাগানের কাঠ মৌজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *