বিনোদন

প্রতারকের খপ্পরে দীঘি

প্রতারকের খপ্পরে পড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা খোয়ালেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অবশ্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরতও পেয়েছেন। আর আজ সোমবার তা বুঝে নিতে ডিবি কার্যালয়ে গিয়েছেন দীঘি ও তার বাবা সুব্রত।

সুব্রত জানান, দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরত আনা হয়েছে।

তার কথায়, ‘প্রতারক বিকাশের কর্মকর্তা সেজে দীঘিকে ফোন করে জানায়, তার অ্যাকাউন্টে ভুলে ৩০ হাজার টাকা চলে গেছে। এটি ফেরত না দিলে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। কী করা লাগবে জানতে চাইলে, প্রতারক জানায় দীঘির নম্বরে একটি ওটিপি কোড যাবে; তা তাকে বলতে হবে। দীঘি সেই ওটিপি বলার পরই ওর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় প্রতারক।’

সুব্রত আরও বলেন, ‘পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরত এসেছে। এখন আমরা তা বুঝে নিতে ডিবি কার্যালয়ে এসেছি।’

উল্লেখ্য, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার পথচলা শুরু। ইতিমধ্যেই নাম লিখেছেন নায়িকা হিসেবে। অভিনয় করেছেন বেশ ক’টি সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *