খেলা

প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল গেল বৃৃহস্পতিবার বাংলাদেশে এসেছিল। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যার প্রথমটি আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিপিএলের পর মাত্র তিনদিনের মাথায় এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

টি-টোয়েন্টির এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন জাকের আলি অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জন আবার মিডল অর্ডার ব্যাটার। ধারণা করা হচ্ছে দুজনই খেলবেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেক্ষেত্রে জাতীয় দলে অভিষেক হতে পারে জাকেরের! এছাড়া নিয়মিত ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদদের দেখা যাবে একাদশে।

অধিনায়ক শান্তর নতুন শুরু

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি।

সিলেটের পিচ বরাবরই রানপ্রসবা বলে সুনাম আছে। এমন স্পোর্টিং উইকেটে বেশি খেলার আবেদন করেছিলেন দেশি ক্রিকেটাররাই। যদিও সবশেষ বিপিএলে সিলেটে সেই অর্থে রানের দেখা মেলেনি। তবে বিপিএলের পরীক্ষিত পারফর্মারদের স্কোয়াডে থাকায়, ভাল কিছুরই প্রত্যাশা করছে বাংলাদেশ। চূড়ান্ত একাদশে সবশেষ এই ঘরোয়া আসরের প্রভাব বেশি থাকারই সম্ভাবনা রয়েছে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *