চট্টগ্রামরাজনীতি

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা জনগণকে বলতে হবে-সুমন

চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণকে বলতে হবে। জনপ্রিয়তা থাকলে ভয় নেই, ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে। পতেঙ্গায় একটি কনভেনশন হলে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ৫২তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন বলেন, উন্নয়নের পথে অপ্রপতিরোধ্য গতিতে শেখ হাসিনা নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে। সরকার ইচ্ছা করলেই যে জনগণের উন্নয়ন করতে পারে, গত ১৫ বছরে আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছে। দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মো.সেলিম ও আবদুল হালিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী রোটারিয়ান মো. ইলিয়াছ, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মো. আসলাম, ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আফজল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম, ওয়াহিদুল আলম মাস্টার, ৪০ নম্বর ওয়ার্ড মহিলা নেত্রী আফরোজা খানম, ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা নেত্রী শারমিন সুলতানা ফারুক, স্বপ্না বেগম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ওয়াহিদুল আলম চৌধুরী, হেলেনা হাফিজা বেবী, আলী আজম, কামরুল ইসলাম রাশেদ ও আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *