চট্টগ্রামরাজনীতি

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করবে ওলামালীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ মাঠে থেকে কাজ করবে। চট্টগ্রামে ওলামা লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী ওলামালীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকারী কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হাজী মুহাম্মাদ ইব্রাহীম বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ মাঠে ময়দানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংগঠনের সদস্য সচিব কাজী মুহাম্মাদ সারুয়ারে আলম বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়নকাজের প্রচার করতে হবে।

সভার প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাওলানা কাজী নুর মোহাম্মদ বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় সহযোগিতা করতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ নেজাম উদ্দীন সুলতানী, অধ্যাপক মাওলানা এম এ মান্নান, সৈয়দ এহছানুল হক মোহাম্মদ আজহারউদ্দীন মুনিরী, এম এম আব্দুল্লাহ শিচতী, আলহাজ মাওলানা মুহাম্মাদ ইউসুফ আলী, মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মাদ মঈনুল হক, মাওলানা মাস্টার মাহবুবুর রহমান প্রমুখ।

সভা শেষে চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিলাদ ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *