প্রধান শিক্ষককে প্রকাশ্যে লাটিপেটা, স্কুলে না যাওয়ার ‘হুমকি’
চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গোফরানকে (৫১) প্রকাশ্যে লাটিপেটা করেছে দুর্বৃত্তরা। একইসাথে আর স্কুলে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে তারা।
আহত শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তার উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
রবিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শিক্ষক আবদুল গোফরান বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে একবেলা পরীক্ষা শেষ করে শহরের বাসায় ফিরছিলাম। এ সময় স্কুলের অদূরে পশ্চিম পাশে সেন বাড়ি এলাকায় পৌঁছলে দু’জন লোক আমাকে কথা আছে বলে অনেকটা জোরপূর্বক নিরিবিলি স্থানে নিয়ে যান। এরপর ৫-৬ দুর্বৃত্ত মিলে গাছের লাটিসোটা দিয়ে আমার পিটে, দুই পাচায় একের পর এক মেরে আহত করে। এ সময় তারা আমাকে বলে, কাল থেকে আর স্কুলে আসতে পারবি না।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটি এবং তাদের মাধ্যমে ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। চিকিৎসক আমাকে একসপ্তাহ বেড রেস্ট থাকতে বলেছেন। চিকিৎসাতে ব্যস্ত থাকায় মামলা দায়ের করতে যেতে পারিনি। সোমবার এই ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।