জাতীয়

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজনকে বরখাস্ত করলো পিএসসি

প্রশ্নফাঁসে অভিযুক্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরাখাস্তকৃতরা হলেন- পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বহিষ্কার আদেশের কপিতে বলা হয়, ঐ পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

প্রশ্নফাঁসের অভিযোগের এক মামলায় ঐ পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন। সোমবার তাদের আটকের পর পল্টন থানার এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে কারাগারে থাকায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) অনুসারে ৯ জুলাই থেকে তাদের সামিয়ক বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *