চট্টগ্রাম

প্রাথমিকে চাহিদার ৮১ শতাংশ বই পৌঁছেছে চট্টগ্রামে

বছরের প্রথম দিনে নতুন বই হাতে উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের লাখো শিক্ষার্থী। কাগজ সংকটসহ নানা কারণে চলতি শিক্ষাবর্ষে নতুন বই পেতে কিছুটা বেগ পেতে হলেও এরমধ্যে চট্টগ্রামে প্রাথমিক স্তরের চাহিদার ৮১ শতাংশ বই এসে পৌঁছেছে। বাকি ৯ শতাংশও নভেম্বরের শেষ দিকে পৌঁছে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ডিসেম্বরের শুরুতেই স্কুলে স্কুলে পৌঁছে যাবে এসব বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ৮১ শতাংশ বই পাওয়া গেছে। চট্টগ্রামের ৪ হাজার ৩৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৩৫ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী নতুন বই পাবে। এবার নতুন বইয়ের চাহিদা রয়েছে ৪৪ লাখ ৪৮ হাজার ৫৯০টি। যেখানে গতবার বইয়ের চাহিদা ছিল ৪৭ লাখ ৫২ হাজার ২৯৭টি। এরমধ্যে নতুন শিক্ষাবর্ষের বই এসেছে ৩৬ লাখ ৬ হাজার ১২২টি। অর্থাৎ মোট চাহিদার আরও ৯ শতাংশ বই এখনো আসেনি। তবে গতবারের চেয়ে এবার বইয়ের চাহিদা কমেছে প্রায় চার লাখ। যদিও এতো সংখ্যক বইয়ের চাহিদা কমার কারণ নিদির্ষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

অন্যদিকে, গতবছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের আওতায় ছিল প্রাথমিকের মধ্যে কেবল প্রথম শ্রেণির শিক্ষার্থীরা। তবে আসছে শিক্ষাবর্ষ (২০২৪) থেকে প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতেও বাস্তবায়ন হবে নতুন শিক্ষাক্রম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার মোহাম্মদ নুর মোহাম্মদ বলেন, ‘সাধারণত অক্টোবর থেকে বই আসা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখনো পর্যন্ত আমাদের চাহিদা মোতাবেক ৮১ শতাংশ বই এসেছে। চলতি মাসের মধ্যে বাকি বইগুলোও চলে আসবে। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু করবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতবার কাগজের সংকটসহ নানা কারণে সময় মতো বই ছাপানো না হওয়ায় আমাদের হাতেও বই আসতে সময় লেগেছিল। যার কারণে বিতরণেও বেগ পেতে হয়েছিল। তবে এবার সেরকম কোনো ঝামেলা হয়নি। তাছাড়া এবারের বইয়ের মান গতবারের চেয়ে ভালো। বছরের শুরুতেই সময়মত পাঠ্যবই পেয়ে যাবে শিক্ষার্থীরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *