চট্টগ্রামফটিকছড়ি

প্রেমের টানে ফটিকছড়িতে শ্রীলঙ্কার তরুণী

প্রেমের টানে ফটিকছড়িতে এসেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। প্রেমিক দুবাই প্রবাসী মোহাম্মদ মোরশেদ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

গত বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন হয়।

শুক্রবার (৭ জুন) রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে।

জানা গেছে, মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। ২-৩ বছর আগে চাকরি সূত্রে দুবাইয়ে থাকাকালে শ্রীলঙ্কান পচলা’র সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে আসে।

মোরশেদের ছোট ভাই মোহাম্মদ রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন জানান, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *