ফটক আটকে বেতন ফাইলে এমডির সই
বকেয়া বেতনের দাবিতে প্রধান ফটক বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম ওয়াসার কর্মচারীরা।
রবিবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দৈনিক বেতনভুক্ত শতাধিক কর্মচারী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে বেতনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুপুর সাড়ে তিনটার দিকে বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন। ওয়াসার কর্মকর্তারা ফাইল আটকে রাখার কারণে বেতন হয়নি বলে দাবি কর্মচারীদের।
আন্দলনরত এক কর্মচারী সিভয়েস২৪-কে বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন আটকে আছে। ১১ বছর ধরে কাজ করেও আমাদের নিয়োগ হয়নি। তবুও কাজ থেমে নেই। বেতন দিতে না পারলে আমাদের বলে দিক, আমরা চাকরি ছেড়ে দিব।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়সার এক কর্মকর্তা বলেন, ডিসেম্বর মাস থেকে এমডির দপ্তরে আটকে ছিল বেতনের ফাইল। বিভিন্ন সময় এমডি বিদেশে থাকায় ফাইল সই করা যায়নি।
অবস্থান কর্মসূচি নিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সন্পাদক মো. তাজুল ইসলাম বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে গত তিন মাস বেতন আটকে ছিল। ওয়াসার ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের অসচেনতার কারণে এতদিন ধরে বেতনের কোন সুরাহা হয়নি। গত তিন মাসে ২০০ জন শ্রমিকের বেতন আটকে ছিল। সর্বশেষ আমাদের অবস্থান কর্মসূচির পর কর্তৃপক্ষের নজরে আসে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহ বলেন, ‘আজকে (রবিবার) ফাইল পাশ করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে শ্রমিকরা বেতন পাবে।’