চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়িতে অবৈধ করাতকল বন্ধ, চোরাই কাঠ জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা ২টি করাতকলে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার বিকেলে ভূজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় ওই করাতকলগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, সংরক্ষিত বনের অভ্যন্তরে করাতকল স্থাপন করায় করেরহাট রেঞ্জের অভিযোগের প্রেক্ষিতে লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ করা হয়। এসময় ৩ হাজার ৫০০ ঘনফুট চেরাই কাঠ জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন বন বিভাগ ও ভূজপুর থানার পুলিশ সদস্যরা।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ এবং জব্দকৃত কাঠ নিলামে তোলার জন্য পাঠানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *