চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়িতে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণামূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় চট্টগ্রামের ফটিকছড়িতে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ মে) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় প্রিজাইডিং অফিসার প্যানেলভুক্ত জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান এবং ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম উল্লাহ প্রার্থীর পক্ষে অননুমোদিত মতবিনিময় সভায় অংশগ্রহণের অভিযোগ আসে।

অভিযোগ তদন্তে এবং অভিযুক্তদের স্বীকারোক্তিতে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসার এর প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *