চট্টগ্রাম

ফটিকছড়িতে ধরা পড়ল ১৩ ফুট দৈর্ঘ্যের অজগর

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৩ ফুট দৈর্ঘ্যের আজগর সাপ ধরা পড়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাজার বাজার এলাকার বারমাসিয়া খালের পাড় থেকে স্থানীয়রা সাপটিকে ধরে।

অজগরটির পেট ভর্তি ছিল। এলাকাবাসীর ধারণা, গতকাল দুপুরে পর থেকে নিখোঁজ স্থানীয় রহিম বাদশার ছাগলটি ওই অজগরই খেয়েছে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মুছা জানান, স্থানীয় কৃষকরা খালের পাড়ে ঘাস কাটতে গিয়ে দীর্ঘ দেহের অজগরটি দেখে সবাইকে জড়ো করে সাপটিকে আটকায়।

তিনি জানিয়েছেন, নিশ্চিতভাবে বলা যায় অজগরটি রহিম বাদশার ছাগল খেয়েছে। এর আগেও এলাকায় এ ধরণের ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিন্টু জানান, স্থানীয়রা আজগরটি খালের পাড় থেকে ধরেছে। ছাগল খাওয়ার বিষয়টি অসম্ভব না। ওই এলাকার আশপাশে পাহাড় টিলা রয়েছে। জঙ্গলের জীবজন্তু লোকালয়ে আসা অস্বাভাবিক কিছু না। অজগরটিকে নিতে শুভনছড়ি বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *