ফটিকছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জনের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কোরবান আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চামারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার বৃন্দাবনহাট বাজারে উত্তর পাশে আব্দুল মালেক সওদাগর বাড়ি বাসিন্দা।
জানা গেছে, মুরগী ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ কোরবান আলী মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উনাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন- মুরগি ভর্তি পিকআপ ভ্যানটি মেরে দিয়ে পালিয়ে গেছে। মেডিক্যাল এ নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।