ফটিকছড়িতে বন্যার্তদের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট
ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দশ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ।
গত বৃহস্পতিবার থেকে ট্রাস্টের পাঁচ শতাধিক সদস্য উদ্ধার তৎপরতা চালিয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশুকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন। শুক্রবার থেকে দুর্গতদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
হারুয়ালছড়ির ‘শোকর এ মওলা’ মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহেদ আলী চৌধুরীর নেতৃত্বে হারুয়ালছড়ি, সুন্দরপুর, নারায়ণহাট, পাইন্দং, সুয়াবিল, ধলই ও ফরহাদাবাদে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও, ট্রাস্টের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ট্রাস্ট কর্তৃক গঠিত ‘দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসন সেল’ এর মাধ্যমে বিভিন্ন জেলায় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।