খেলা

ফাইনালে বড় কিছু করবেন কোহলি, আশা দ্রাবিড়-রোহিতের

ফর্মে চূড়ায় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিলেন বিরাট কোহলি। আইপিএলের মতো ভারতের হয়েও ওপেন করতে দেখা যায় তাকে।

কিন্তু এ যেন এক অচেনা কোহলি। ভারত ফাইনালে নাম লেখালেও এখন পর্যন্ত হাসেনি তার ব্যাট। ৭ ম্যাচ খেলে স্রেফ ৭৫ রান করেছেন তিনি।

আসরজুড়ে নিষ্প্রভ থাকলেও কোহলি পাশে পাচ্ছেন পুরো দলকে। আগামীকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় কিছু করবেন তিনি, এমনটাই আশা রাহুল দ্রাবিড়ের।

ভারতের হেড কোচ বলেন, ‘বিরাটকে আপনারা চেনেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে। ’

‘এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়, আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য। ’

দ্রাবিড়ের সুরে তাল মিলিয়ে কোহলিকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দেখুন, সে একজন উঁচু মানের ক্রিকেটার। যেকোনো সময় এই অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *