চট্টগ্রাম

ফান্ডে টাকা নেই, চট্টগ্রাম রেলওয়ের ৬০০ কর্মকর্তা-কর্মচারী বেতন পাননি

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের সেতু বিভাগের ৬০০ কর্মচারীর বেতন-ভাতা দেওয়া হয়নি। ফান্ডে টাকা না থাকার কারণে বেতন-ভাতা দিতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুন) সকাল পর্যন্ত পাহাড়তলী রেলওয়ে সেতু বিভাগের এই কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়নি।

রেলওয়ের অর্থ ও হিসাব বিভাগ শাখার একাধিক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিভাগীয় প্রকৌশলী (১) দপ্তরের অধীনে প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত। প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১ থেকে ২ তারিখের মধ্যেই পরিশোধ হয়। কিন্তু ৩ জুনও মে মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি তাদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল হানিফ বলেন, বেতনের এক খাতে টাকা ঘাটতি রয়েছে। তাই এমন হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই কর্মচারীসহ সকলেই বেতন-বোনাস পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *