ফাহাদ কারাতে একাডেমির ৩৪ শিক্ষার্থীকে বেল্ট ও সনদ প্রদান
ফাহাদ কারাতে একাডেমির ৩৪ শিক্ষার্থীকে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরের খুলশীর জাকির হোসেন রোডের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়।
৩৪ জন শিক্ষার্থী কারাতে বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে কারাতে বেল্ট এবং সার্টিফিকেট অর্জন করে। তাদের মধ্যে ৪ জন ব্ল্যাক বেল্ট অর্জন করে।
ফাহাদের কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক ফজলে রাব্বী ফাহাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলির মধ্যে একটি যা আমাদের অবশ্যই শিখতে হবে তা হল নিজের প্রতি আত্মবিশাস বাড়িয়ে তোলা এবং নিজেকে সুরক্ষিত রাখা। প্রত্যেক মেয়ে এবং নারীর উচিত আত্মরক্ষার কৌশল শেখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনেসিস গ্লোবাল স্কুলের ভাইস প্রিন্সিপাল সেলিনা নার্গিস ডেইজি, কো-অডিনেটর নিলুফার ইয়াসমিন, এবং ফাহাদ কারাতে একাডেমির প্রধান পরীক্ষক রানা সেন্সি।