আন্তর্জাতিক

ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে জাতিসংঘে বৈঠক আজ

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের অনুরোধ নিয়ে বৈঠক করবে নিরাপত্তা পরিষদ। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় নিউ ইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

পূর্ণ সদস্য পদ পেতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে ফিলিস্তিনের আনুষ্ঠানিক আবেদনের পর এমন সিদ্ধান্ত এলো। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টার সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।সমর্থকরা জানিয়েছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪০ জন এরইমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে আবেদনটিতে এখনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নটি সরাসরি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত, জাতিসংঘে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *