আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে মাঠে ঢুকে ইসরায়েলকে ‘লাল কার্ড’

নারী ইউরো বাছাইয়ে গতকাল স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইসরায়েল। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কের এই ম্যাচে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা।

মাঠের বাইরে প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন। এ সময় এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন। যে কারণে ম্যাচ শুরু হয় খানিকটা দেরিতে।

মাঠে ঢুকে কালো রঙের পোশাক পরা সেই প্রতিবাদকারী গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন। তার টি-শার্টে একটি বার্তা লেখা ছিল, ‘ইসরায়েলকে লাল কার্ড’। এই প্রতিবাদকারী মাঠে ঢোকার আগে ‘হাই-ভিস ভেস্ট’ পরে ছিলেন, যে কারণে অনেকে তাকে মাঠের স্টুয়ার্ড ভেবে ভুল করেন। পুলিশ এবং স্টেডিয়ামের অন্য স্টাফরা মিলে সেই প্রতিবাদকারীকে গোলপোস্ট থেকে বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয়। খেলা শুরুর পরও সরব ছিলেন প্রতিবাদকারীরা। কেউ কেউ দুয়ো দেন, আবার কেউ কেউ মশাল প্রজ্বালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *