দেশজুড়ে

ফেনীতে আগুনে ঝলসে গেছে একাদশ শ্রেণির শিক্ষার্থী

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা স্কুল গেইটে আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার নামের একাদশ শ্রেণির শিক্ষার্থী।।

জানা গেছে, মাশকুরা আক্তার লক্ষীয়ারা ফাজিল মাদরাসার অফিস সহকারি আবদুল মালেকের মেয়ে ও ন্যাশনাল কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

ফেনী ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আগুনে রোগীর শরীরের ৫০ শতাংশ দ্বগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শাহাদাৎ হোসেন জানান, বিষয়টা জানা মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তারা দেখেন স্কুলের একজন শিক্ষিকা উপস্থিত ছিলেন। তার ভাষ্যমতে মেয়েটি দীর্ঘক্ষণ বসা ছিল। হঠাৎ করে মেয়েটির গায়ে আগুন জ্বলতে দেখেন পরে স্থানীয়রা অগ্নিদ্বগ্ধ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যবহৃত দিয়াশলাই কাঠি উদ্ধার করা হয়েছে। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *