ফেনীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালা
ফেনীতে ঢিলেঢালা চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। অন্যান্য দিনের তুলনায় গাড়ি চলাচল কম থাকলেও পরিস্থতি স্বাভাবিক রয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি শহরের ট্রাক রোড ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে।
সরেজমিনে মহাসড়কে দুরপাল্লার যাত্রীবাহি বাস চলাচল করতে দেখা গেছে। এ ছাড়াও অন্যান্য মালবাহী ট্রাক, কাভার ভ্যান ও ছোট ছোট সিএনজি চলাচল ছিল চোখে পড়ার মতন।
হরতালের আগে দিন সোমবার রাতে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। জেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল করলেও হরতালের দিনে রাস্তায় তাদের দেখা যায়নি। আইন–শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনের আরস্থান ছিল কঠোর। মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি, র্যাবের টহল দিতে দেখা গেছে।
জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশের সবধরনের প্রস্তুতি রয়েছে। সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এর আগে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের ডাক দেন।