চট্টগ্রাম

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মিজবাহ উদ্দিন (২০) নামে এক কলেজছাত্র। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

মেজবাহ উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের নতুন মুন্সি বাড়ির প্রবাসী নুর ইসলামের ছেলে ও মিরসরাই কলেজের এইএসসি প্রথম বর্ষের ছাত্র। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর মেজবাহ সকালে ঘুম থেকে ওঠেনি। দুপুরে তার মা ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো মেজবার মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দিয়ে পুলিশ এসে বিকেলে মরদেহ থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মেজবার এক স্বজন জানান, শুনেছি একটা মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কোনো কারণে ওই মেয়ের সাথে অভিমান করে এমন কাজ করতে পারে। এছাড়া অন্যকোনো কারণ নেই।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ওচমানপুর ইউনিয়ন থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *