চট্টগ্রাম

ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র দখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

নগরের চান্দগাঁও এলাকায় বিনামূল্যে সেবা দেওয়া একটি চিকিৎসালয় দখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) অতিরিক্ত চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন চিকিৎসালয়ের ব্যবস্থাপক আরিফুর রহমান।

মামলার আসামিরা হলেন, চান্দগাঁও এলাকার আবুল কাশেম, আবুল হাশেম, আজিজুল হাকিম, নেজাম, রিদুয়ান,মো. রফিক, আজিজুল হক ও আবুল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, ব্যক্তিগত উদ্যোগে প্রবাসী নারী উদ্যোক্তা রিনা আক্তার গড়ে তোলেন আছিয়া রহমান ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসালয়টি পারিচালিত হয়ে আসছিল। সরকার পতনের পর ৬ আগস্ট আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চিকিৎসালয়টিতে ভাঙচুর চালিয়ে চিকিৎসা সরঞ্জামসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া অববাঠামোর ক্ষতি করে ১৮ লাখ টাকার। এরপর থেকে বন্ধ রয়েছে চিকিৎসালয়টি। কিন্তু আসামিরা সেখানে অবস্থান নেওয়ায় ভয়ে রোগী, চিকিৎসক কেউ আসছেন না।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মামুনুল হক চৌধুরী জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *