বকেয়া বেতন না দেওয়া প্রসঙ্গে মুখ খুলল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
বিপিএল শুরুর আগেই আবার বিতর্কের মুখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলোয়াড়দের বেতন ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে দলটি। গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলে যাওয়া অভিষেক মিত্র অভিযোগ জানিয়েছেন বেতন ইস্যুতে। ফেসবুক পোস্টে সরাসরিই জানান, এখন পর্যন্ত গত মৌসুমের টাকা বুঝে পাননি তিনি। এই নিয়ে নিজেদের অবস্থান অবশেষে খোলাসা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গণমাধ্যমে চট্টগ্রাম দলের অপরারেশন্স ম্যানেজার ইমরান হাসান বলেন, ‘আমার কথা হয়েছে উনার (অভিষেক মিত্র) এই ব্যাপারে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম উনি কোন ক্যাটাগরিতে ছিলেন, কত টাকার খেলোয়াড় ছিলেন। উনি ড্রাফট থেকে আসেননি। উনাকে ড্রাফটের পরে নেওয়া হয়েছিল। উনি আসছিল পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে।’
যখন উনি আমাকে বলেছিলেন আমি পেমেন্ট পাব, তখন আমি বললাম আমি একাউন্টসের সাথে কথা বলে জানাব। আমি একাউন্টসের সাথে কথা বলে জানতে পারছি উনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। তখন উনাকে আমি বলেছি আপনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরির খেলোয়াড় আপনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকার মধ্যে কর সংক্রান্ত টাকা কেটে নেওয়ার পর বাকি টাকা পাবেন।
‘তখন সে (অভিষেক মিত্র) আমাকে বলল, করের টাকা কাটা যাওয়ার কথা না। আমি বললাম অবশ্যই কাটা যাবে এটা বাধ্যতামূলক। উনি অন্য খেলোয়াড়দের কথা বলছিল আমি উনাকে বলছি যেটাই করেন অফিসে আসেন। কর বাদে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু উনি আমাদের সহযোগিতা করেননি যার কারণে এই অবস্থা।
বিপিএল শুরুর আগেই এমন অভিযোগ চাপ সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় প্রফেশনালি সবকিছু সামলে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।’