চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

বড়ইছড়ি-ঘাগড়া সড়কে ফের যান চলাচল শুরু

মেরামত শেষে যান চলাচল শুরু হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কে। সোমবার (১৯ আগস্ট) ভোর থেকে যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়।

এর আগে রবিবার (১৮ আগস্ট) ভারী বর্ষণে মাটি ধসে বন্ধ হয়ে যায় কাপ্তাইয়ের এই বড়ইছড়ি- ঘাগড়া সড়কের যান চলাচল। খবর পেয়ে সকাল থেকে রাত পর্যন্ত মেরামত করে সড়কটি যাতায়াতের জন্য উপযোগী করে তোলে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি জানান, রাঙামাটি থেকে রাজস্থলী ও বান্দরবান যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক। রবিবার সকাল থেকে সড়কটি বন্ধ থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারী বাসিন্দারা দুর্ভোগে পড়েন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে দ্রুত সময়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুলেছি। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটার এর সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙামাটি জেলার সাথে বান্দরবানের যাতায়াত করা বাসিন্দদের অন্যতম প্রধান সড়ক এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *