বন্দুকসহ ৫ সন্ত্রাসী ধরা চকরিয়ায়
কক্সবাজারের চকরিয়ায় বন্দুকসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরশহরের আল ফরিদ আবাসিক হোটেল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন – চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার জসীম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ছোটন (১৯), গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), আবুল কালামের ছেলে আরফাতুল ইসলাম (২২), পৌরসভার চেয়ারম্যান পাড়ার রাজীবুল হকের ছেলে মিনহাজুর রহমান নয়ন (২৯) ও ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার নুরুল কবিরের ছেলে মাহমুদুল করিম (২৮)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, চকরিয়ায় ইদানিং কিছুস্থানে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গোপনে মাঠে নামে পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যার দিকে চকরিয়া পৌরশহরের কাচাঁবাজারস্থ আবাসিক হোটেল আল ফরিদে অভিযান পরিচালনা করে দেশীয় বন্দুকসহ পাঁচজন চিহিৃত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী ও সঙ্গবদ্ধ চক্র। এদের চক্রে কারা আছেন আমরা খোঁজ নিচ্ছি। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।