অর্থনীতি

বন্যার্ত ও আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি টাকা এবিবির

বন্যার্ত ও আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এর মধ্যে ১ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বাকি ১ কোটি টাকা সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য বিভিন্ন সংস্থায় দেওয়া হবে।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবির বোর্ড অব গভর্নরস সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি-সিইও সেলিম আর এফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন এবং বোর্ড অব গভর্নরের সদস্য সৈয়দ মাহবুবুর রহমান, মোহাম্মদ ফিরোজ হোসেন, মসিহুল হক চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *