পার্বত্য চট্টগ্রাম

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ সময় শান্তির কপোত পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পুলিশ, আনসার, নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে ওইদিন সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *