বাঁশখালীতে আগুনে পুড়লো ৩ বসতঘর ও ৪ দোকান
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছৈয়দ বাহার উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, আনছারুল ইসলাম, নজরুল ইসলাম ও মো. রিয়াদুল ইসলাম। অগ্নিকাণ্ডে দুজনের বাড়ির সম্পূর্ণ মালামাল এবং একজনের চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, আমি নামাজ পড়ে বাড়িতে এসে আগুনের তীব্রতা দেখে আমরা দিশেহারা হয়ে পড়ি। বাড়িতে তখন কেউ ছিল না। হঠাৎ আগুন দেখে দৌড়ে এসে ভিতরে যাওয়ার চেষ্টা করেও আগুন তীব্রতায় যেতে পারিনি। মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। মূহুর্তের মধ্যে আগুনে আমাদের একই পরিবারের ২টি ঘরে ছড়িয়ে পড়ে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। সঠিক তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।