বাঁশখালীতে ৭৫টি মোটরসাইকেল আটক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চতুর্থ ধাপের এই নির্বাচনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ বন্ধে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটক করার অভিযানে নেমেছে।
শনিবার (১ জুন) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাঁশখালী উপজেলা সদর থানার সামনে ১০ জনের ট্রাফিক পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে একদিনে ৭৫টি মোটরসাইকেল আটক করা হয়। এসময় মোটরসাইকেলের কোন কাগজপত্র না থাকায় ১০টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক মোটরসাইকেল প্রত্যেকটির মালিককে আটক রশিদ দিয়ে ওইসব মোটরসাইকেল বাঁশখালী থানার সামনে আটক রাখা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর হাফিজুল ইসলাম বলেন, নির্বাচন পূর্ববর্তী এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক আজকের অভিযানে ৭৫টি গাড়ি আটক করা হয়েছে। ১০টির বিরুদ্ধে মামলা হয়েছে। আটক গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজপত্র জেলা ট্রাফিক জোনে গিয়ে দেখাতে পারলে ফেরত পাবেন, তা না হলে পাবে না। অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।