আন্তর্জাতিক

বাংলাদেশিকে হত্যা: ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দন্ডপ্রাপ্ত ৫ পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে বেঁধে মারধর করে। এতে তাদের একজনের মৃত্যু হয়, যিনি বাংলাদেশি নাগরিক।

তদন্তের পর ওই পাঁচজনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগ করে থাকে সৌদি আরব।

সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে হয়। হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি। দণ্ডিতদের মধ্যে পাঁচজনই পাকিস্তানের নাগরিক।

চলতি বছরের জানুয়ারিতেও এক সুদানী নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তারক্ষীর দ্বায়িত্বে থাকা ওই সুদানিকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করা জন্য চারজনকে অভিযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে হত্যার কারণ জানা যায়নি।

এছাড়াও গত বছরের ডিসেম্বরে, আর্থিক বিরোধের কারণে একজন ভারতীয় ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে হত্যার দায়ে চূড়ান্ত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে দুই বাংলাদেশী প্রবাসীকে মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *