বাংলাদেশিদের জন্য শিক্ষাবৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা দূর করার বিষয়েও কথা বলেন মস্কোর দূত।
এছাড়াও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিকেল সাইন্সের ওপর ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বাড়াতে মস্কো আগ্রহী বলে জানান তিনি। মন্ত্রী ও রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন উপস্থিত ছিলেন।