খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ এগোবে অস্ট্রেলিয়া, যা বলছে বিসিবি

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো আগে সবাই সবার বিপক্ষে খেলার সুযোগ পেত না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার পর থেকে তুলনামূলক ছোট দলগুলোর জন্য সেই দুয়ার খুলে যায়। তবুও বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে টেস্ট খেলার আমন্ত্রণ পায় না। যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলে আসছে আলোচনা-সমালোচনা। এরপরই ২০২৭ সালে বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বলে খবর সামনে আসে।

তবে এখন শোনা যাচ্ছে, এই সিরিজ ২০২৬ সালে এগিয়ে আনতে চায় অজি ক্রিকেট বোর্ড (সিএ)। অবশ্য এ বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিবির চাওয়ার কথা জানান তিনি।

সিরিজ এগিয়ে আনার বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু জানায়নি। আমরা মিডিয়ায় দেখেছি। ওদের নিউ ডি এইচ নামে একটা পাবলিশার আছে বোধহয়। এটা (সিরিজ এগিয়ে আনার বিষয়ে) এখনও আলোচনায় আছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এরকম কোনো রেসপন্ড আমাদের কাছে আসে নাই।’

জালাল আরো বলেন, ‘আমরা জানি ২০২৭ সালে আমরা তাদের ওখানে ট্যুর করব। আলোচনা এখনও ওই অবস্থাতেই আছে। খবরটা আমরাও দেখেছি, এর পেছনে কারণ হিসেবে মনে হয়েছে— তাদের ১৫০ বছরের একটা সেলিব্রেশন আছে টেস্টে। হয়তো সেটার সঙ্গে এই সিরিজও তারা এডজাস্ট করতে চায়, যেটাই হোক আমরা চাইব সঠিক সময়ে উপযুক্ত ভেন্যুতে যেন খেলতে পারি।’

এর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর কেবল একবারই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পেয়েছিল। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুই টেস্টের সফরটি হয়েছিল জুলাই মাসে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের দুই টেস্টের সিরিজ খেলার কথা। তবে সেটি ২০২৬-এর মার্চে আনতে চায় সিএ। ম্যাচ দুটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *