কক্সবাজারচট্টগ্রাম

বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মিয়ানমারের বিজিপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির এক সদস্য ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন। মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে রামুর জাদীপাড়া মহাবিহার শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

মৃত্যু হওয়া বিজিপির সদস্যের নাম ক্যাউ নন্দা, বয়স ৩০ বছর। তিনি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি ) পুলিশ ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।

আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর জেরে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয়ে রয়েছে ১২৪ জন বিজিপি সদস্য। এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য ক্যাউ নন্দা গত ২৮ জুলাই অসুস্থ হয়ে পড়েন।

পরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিজিবির কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে ২ আগস্ট তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক ) প্রেরণ করেন।

বিজিবির এ কর্মকর্তা বলেন,গত ৩ আগস্ট রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিপি সদস্য ক্যাউ নন্দা’র মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর মৃতদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সরকারের সংশ্লিষ্টরা মিয়ানমার দূতাবাসে যোগযোগ করে।

লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গত ১৭ আগস্ট চমেক হাসপাতালের মর্গ থেকে বিজিপির সদস্যের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রামু উপজেলার জাদীপাড়া মহাবিহার শ্মশানে ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি এবং বিজিবির সংশ্লিষ্টদের উপস্থিতিতে অসুস্থ হয়ে মৃত্যু হওয়া বিজিপির সদস্যের সৎকার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *