রাজনীতি

বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতি অবশিষ্ট নেই : ড. ইউনূস

ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করে ফেলায় একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

৮৩ বছর বয়সী ড. ইউনূস আরও বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই। দেশে এখন একটাই দল সক্রিয়, যে দলটি সবকিছু দখলে নিয়েছে। আর নির্বাচনটা করে তাদের নিজেদের মতো করে।

নির্বাচন পদ্ধতি সম্পর্কে ড. ইউনূস বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী, ডামি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নিজেদের দল থেকেই দাঁড় করায়।

তবে একই প্রতিবেদনে ড. ইউনূসের বক্তবের সঙ্গে দ্বিমত পোষণ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শুধু তিনি নন, বাংলাদেশের জনগণও ড. ইউনূসের বক্তব্য বিশ্বাস করে না।

টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের জনগণকে অপমান করার শামিল।

বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর দাবি করে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *