দেশজুড়ে

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ১৩টি ককটেল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৬। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার ফাঁকা মাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদ সম্মেলনে খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পানবাজার এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক জরা সম্ভব হয়নি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির জানান, দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল। উদ্ধার হওয়া ককটেলগুলো শক্তিশালী। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র‌্যাবের নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *