চট্টগ্রাম

বাজারে কমেছে সবজির দাম

বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কোন কোন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। কিছু কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল বুধবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। দেশে চলমান পরিস্থিতিতে বাজারে চাঁদাবাজ সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যাওয়ার কারণে সবজির দাম কমেছে বলে দাবি করেছেন বিক্রেতারা। এছাড়া নগরীর বিভিন্ন পাড়া ও আবাসিকে ভ্যানগুলোতেও তুলনামূলক আরও কম দামে সবজি বিক্রি হচ্ছে। গতকাল নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫৫ থেকে ৬০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, শসা ৩০ টাকায়। এসব সবজির মধ্যে কিছু কিছু সবজির গত সপ্তাহের মূল্য ছিল কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি। গতকালের সবজির মূল্য কমায় ক্রেতারা অনেকটা খুশি। তাদের আশা, সবজির দাম আগামী কয়েকদিনের মধ্যে আরও কমবে।

জানতে চাইলে কয়েকজন বিক্রেতা বলেন, দেশে চলমান পরিস্থিতিতে বাজারে চাঁদাবাজ সিন্ডিকেটের অনুপস্থিতির কারণে সবজির দাম কমেছে।

এদিকে, বাজারের চেয়ে বিভিন্ন আবাসিক ও পাড়ায় ভ্যানে করে বিক্রীত সবজির দাম তুলনামূলক আরও কম দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। নগরীর চান্দগাঁও পূর্ব ফরিদের পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ মোরশেদ জানান, তিনি গতকাল বুধবার সকালে ৪০ টাকা কেজিতে কাঁকরোল কিনেছেন। তাছাড়া অন্যান্য সবজিও তুলনামূলক কম দামে কিনতে পেরেছেন।

দাম কমে যাওয়ার ব্যাপারে এক সবজি বিক্রেতা বলেন, আগে পাড়ার চাঁদাবাজদের টাকা দিতে হতো। এখন তারা এলাকা ছাড়া। তাই চাঁদা দিতে হচ্ছে না বলে কম দামে সবজি বিক্রি করতে পারছি।

বহদ্দারহাট কাঁচাবাজারের মতো কম দামে সবজি বিক্রির একই চিত্র পাওয়া গেছে চকবাজারেও। ওখানকার ডিসি রোডে ভ্যানে সবজি বিক্রেতারাও তুলনামূলক কম দামে সবজি বিক্রি করছেন বলে জানা গেছে। তাছাড়া নগরীর গুরুত্বপূর্ণ ষোলশহর ২ নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজার, অক্সিজেন কাঁচা বাজার, আতুরার ডিপো, কাজীর দেউড়ি কাঁচা বাজার, রিয়াজউদ্দিন বাজারেও সবজির দাম কমেছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজদের দৌরাত্ম্য কমে যাওয়ায় সবজির দাম কমে যাওয়ার কারণ বলে জানালেন বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *