দেশজুড়ে

বাজারে সাতক্ষীরার আম, দাম দ্বিগুণ

সাতক্ষীরার বাজারে উঠেছে গোলাপখাস, সরিখাস, গোপালভোগ, বোম্বাইসহ দেশী জাতের আম। ফলন কম হওয়ায় গত বছরের তুলনায় এ বছর আমের দাম দ্বিগুণ বলছেন ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, শ্রেণিভেদে ও আমের মান হিসেবে প্রতিমণ আম বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২৪শ টাকায়। ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছরই আগেভাগে বাজারে আসে সাতক্ষীরার আম। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন সাতক্ষীরায়।

লোনা অঞ্চল হওয়ায় সাতক্ষীরার আম সুস্বাদু বলছেন ব্যবসায়ীরা। তারা জানান, আগামীকাল থেকে গোবিন্দভোগ এবং ২১ মে থেকে বাজারে আসবে হিমসাগর আম। সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী বলেন, প্রশাসনের নির্দেশনায় আম ভাঙা শুরু হয়েছে। আমে যাতে কেউ কোনো ধরনের কেমিকেলের মিশ্রণ দিতে না পারে সেটিও তদারকি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *