চট্টগ্রাম

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করে নিত্যপণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে নগরের কাজীর দেউড়ি মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ এফ এম  শামীম বাংলানিউজকে বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে রুবেল স্টোর এবং ইলিয়াছ স্টোর নামের দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাজীর দেউড়ি মার্কেটের সবজি বিক্রেতাদের পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির জন্য নির্দেশনা দেঃয়া হয়। সেই সঙ্গে সতর্ক করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক বাংলানিউজকে বলেন, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ মুক্তা বাণিজ্যালয় এবং মেসার্স কুমিল্লা বাণিজ্যালয় নামের দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *