পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের ৩ উপজেলায় গণপরিবহণ চলাচল শুরু

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি সড়কে সব ধরনের গণপরিবহণ চলাচল শুরু হয়েছে।
 
একদিন বন্ধ থাকার পর সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গণপরিবহণ চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে।
 
এর আগে রোববার বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনান ফন্টের (কেএনএফ) সদস্যরা বাসের এক শ্রমিককে মারধরের প্রতিবাদ ও পাহাড়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে পরিবহণ মালিক শ্রমিকরা বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
 
জানা গেছে, গণপরিবহণ বন্ধ করে দেওয়ার পর রোববার বিকেলে রুমা উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবহণ মালিক শ্রমিকরা বৈঠক করেন। বৈঠকে সবার শান্তিপূর্ণ অবস্থান এবং কোনো ধরনের বিরোধ না থাকার শর্তে সকাল থেকে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *