চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে গরিব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

বান্দরবানে বিভিন্ন স্কুল, অনাথ আশ্রম ও কলেজে পড়ুয়া গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে গাইড, মাতৃভাষার বই, খাতা-কলমসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ(গণতান্ত্রিক) সংগঠনের জেলা কমিটি। রবিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের বালাঘাটা বৌদ্ধ অনাথালয়ে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণগুলো বিতরণ করা হয়।

অনাথালয়ের পরিচালক শ্রীমৎ উঃ তিক্ষিদ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দাচারা মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির সমন্বয়ক উবামং মারমা ও অনাথালয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচথোয়াই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দাচারা মহাথেরো বলেন, নিজের আবেগ ও অস্তিত্বের বিশাল একটা অংশ জুড়ে বিরাজমান থাকে ব্যক্তির মাতৃভাষা। তাই বিভিন্ন জাতিগোষ্ঠীদের মাতৃভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথি উবামং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর ও উক্ত চুক্তি মোতাবেক পার্বত্য জেলা পরিষদ আইনে অন্তর্ভুক্তির পর প্রায় দুই যুগের অধিক কাল অতিক্রান্ত হয়েছে। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়ন করছে না। পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। যে দল ক্ষমতায় আসে তারা তাদের লোক মনোয়নয়ন দিয়ে পার্বত্য জেলা পরিষদগুলো পরিচালিত করেছে এবং করছে। নির্বাচনের মাধ্যমে মনোনীত না হওয়ার ফলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তিনি পার্বত্য চুক্তি মোতাবেক আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেয়ার দাবি জানান তিনি।

আয়োজকরা জানান, ২৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা কলম, মাতৃভাষার বই এবং ১০ জন কলেজ পড়ুয়া ও ২ জন স্কুল শিক্ষার্থীর মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *